ঢাকাFriday , 3 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশের ফুটবলাররা বাইরে গিয়ে খেলুক: কাজী সালাউদ্দিন

parag arman
March 3, 2023 7:24 pm
Link Copied!

আর্জেন্টিনার কোনো ক্লাবে খেলার প্রস্তাব এবারই প্রথম এলো এদেশি ফুটবলারের কাছে। ফুটবল-তীর্থ আর্জেন্টিনায় খেলার ব্যাপারে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও অধীর হয়ে আছেন। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনও জামালের খেলার ব্যাপারে সম্মত আছেন।

আর্জেন্টিনার তৃতীয়স্তরের ক্লাব সোল দ্য মায়ায় খেলার জন্য প্রস্তাব পাওয়া বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

 

আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল দা মায়ায় খেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। শেখ রাসেল ক্লাব যেন তাকে সেখানে খেলতে ছাড়পত্র দেয়, তার জন্য নানাভাবে চেষ্টা তদবির করে যাচ্ছেন। বিষয়টি গড়িয়েছে বাফুফে সভাপতির দ্বার পর্যন্তও। কাজী সালাউদ্দিন অবশ্য এই ব্যাপারে ভীষণ ইতিবাচক।

সালাউদ্দিন নিজেই বিদেশের লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। তাই তিনি নিজেও চান জামাল আর্জেন্টিনার ক্লাবে খেলুক। বাংলা ট্রিবিউনকে বাফুফে সভাপতি বলেছেন, ‘ও যদি আর্জেন্টিনার ক্লাবে খেলতে পারে তাহলে ক্ষতি কী। আমি চাই ও সেখানে গিয়ে খেলুক। তাতে করে দেশের ফুটবলারদের জন্য নতুন করে দরজা উন্মুক্ত হবে। আমি যখন হংকংয়ে খেলতে গিয়েছি। এরপর অমলেশসহ অন্যদেরও সামনে সুযোগ আসে। যদিও তারা কেউ যায়নি। তাই আমি চাই দেশের ফুটবলাররা বাইরে গিয়ে খেলুক। এতে অনেক কিছু শেখা যায়।’

প্রিমিয়ার লিগে প্রথম পর্ব শেষ। জামাল চাইছেন মার্চেই আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দিতে। যদিও শেখ রাসেল এরই মধ্যে তাকে ‘না’ করে দিয়েছে। জামাল জানিয়েছেন, ‘শেখ রাসেল ক্লাব আমাকে না করে দিয়েছে। বলেছে যেতে দেবে না। আমি অনুমতি পাইনি। তবে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি। যদি সেখানে গিয়ে খেলার সুযোগ পাই।’

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলে খেলতে কেন উদগ্রীব জামাল? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘আসলে আমার মনে হয় ক্লাবটি তৃতীয় নয়, দ্বিতীয় বিভাগের। সেখানে শেখ রাসেলের চেয়ে প্রায় দ্বিগুণ পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা দেবে। তাছাড়া ওরা এবার সাত বিদেশি নিবন্ধন করেছে। আগের চেয়ে শক্তিশালী দল করেছে। তাই আমি সেখানে খেলতে যেতে চাই। এতে করে দেশের ফুটবলের ব্র্যান্ডিং হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।