দাদা সিজার মালদিনির ৬৪ বছর আগে ইতালির জাতীয় দলের সার্জিতে অভিষেক হয়েছিল। ৩৬ বছর আগে অভিষেক হয়েছিল বাবা পাওলো মালদিনির। এবার একই পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে ইতালির ফুটবল দলে অভিষেক হলো নাতি দানিয়েল মালদিনির।
একই পরিবারে তিন প্রজন্ম দাদা-বাবা-নাতি ইতালির ফুটবল ইতিহাসে প্রথম। এর আগে বিরল এই ইতিহাসের দেখা মেলেনি দেশটির ফুটবলে।
ইতালির সাবেক ডিফেন্ডার সিজার মালদিনির আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ ছিল না। ১৯৬০ সালে অভিষেকের পর সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ১৯৬৩ সালেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান দানিয়েলের দাদা।
তবে বাবা পাওলো মালদিনি তার বাবা সিজারের কীর্তিকে ছাপিয়ে যান, যিনি মূলত মালদিনি নামেই বেশি পরিচিত। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ১৯৮৮ থেকে ২০০৯ সালের মধ্যে ইতালির হয়ে খেলেছেন ১২৬টি ম্যাচ।
দানিয়েলের বাবা নিজের সময়ে ইতালির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়েন। যা পরে পেরিয়ে যান বিশ্বকাপজয়ী দুই কিংবদন্তি ফাবিও কানাভারো ও জিয়ানলুইজি বুফন। বাবার হাতছাড়া হওয়া রেকর্ড দানিয়েল পুনরুদ্ধার করতে পারবেন কি না, সে উত্তর সময়ের হাতেই তোলা থাক।
সোমবার (১৪ অক্টোবর) উদিনেতে দানিয়েলের জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার দৃশ্য গ্যালারিতে বসে উপভোগ করেছেন বাবা মালদিনি। নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ৪–১ গোলে জেতা ম্যাচটিতে দানিয়েল অবশ্য নামেন বদলি হিসেবে। ম্যাচের ৭৪ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির পরিবর্তে মাঠে নামেন ২৩ বছর বয়সী তরুণ।
দাদা–বাবার পথ ধরে ফুটবলে এলেও দানিয়েলের কিন্তু তাঁদের সঙ্গে বড় একটি অমিল আছে। দুই পূর্বসুরি ডিফেন্ডার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করলেও দানিয়েল অ্যাটাকিং মিডফিল্ডার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।