বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের ক্রিকেটকে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে কাজ করছে বিসিবি। যেন উপজেলা থেকে একজন ক্রিকেটার, সাধারণ মানুষ দাবি করতে পারে আই এম পার্ট অব বাংলাদেশ ক্রিকেট। আমরা সে লক্ষ্যে গোটা দেশে ছুটে বেড়াচ্ছি।
শনিবার (২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষে এই আয়োজন করা হয়।
আমিনুল ইসলাম বলেন, আমরা ঢাকা কেন্দ্রিক ক্রিকেট চাই না। আমি চাই না কেউ রংপুরের টিম, চট্টগ্রামের টিম ঢাকায় বসে করে দিক। রংপুরে একটা বিসিবি থাকবে, এখানে সিলেকশন কমিটি থাকবে তারা বিভিন্ন এজগ্রুপে সিলেকশনের কাজ করবে। রংপুরের ছেলে ও মেয়েদের একটি টিম থাকবে, যারা গোটা দেশের সঙ্গে লড়াই করে শিরোপা আনবে এবং পরবর্তীতে জাতীয় দলের জন্য কাজ করবে। আমরা ক্রিকেট ক্রেজিনেসকে ছড়িয়ে দিতে চাই। যেন রংপুরের খেলা দেখতে মানুষ রাজশাহীতে বাস ভরে চলে যায়।
তিনি বলেন, বাংলাদেশ টি-টুয়েন্টি, টেস্ট ও ওডিআইয়ে কেন বিশ্বের এক নম্বর টিম হতে পারবে না। একটি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা এখানে কেউ স্থায়ী না, তবে দেশের ক্রিকেট যেন স্থায়ীভাবে এগিয়ে যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।
রংপুর ক্রিকেট গার্ডেন সম্পর্কে বিসিবি প্রধান বলেন, এই মাঠে আমি নিজেই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি। আমি দুঃখিত, মাঠের বর্তমান অবস্থায় দেখলাম, অনেক উন্নয়ন করার জায়গা রয়েছে। প্রতিভার কারণে এই মাঠ থেকে নাসির, শুভ, নাইম, সুমনারা উঠে এসেছে। প্রতিভা বিকশিত করার সুযোগ-সুবিধা দিলে এখান থেকে আরও বড়বড় প্রতিভাবান বের হবে। এখানে অবকাঠামো গড়তে সময় লাগবে, তবে এটি আমাদের অগ্রাধিকার থাকবে।
বুলবুল বলেন, আমরা চেষ্টা করবো যেন তাড়াতাড়ি এমন কিছু সুবিধা দেয়া যায় যেন রংপুরে ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠে। এটি গড়ে না উঠার কারণে অনেক খেলোয়ারদের আমরা শেষ করে দিয়েছি। তাদের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমরা চাইনা আর এটি হোক। আমরা সঠিক কোচিং, ট্রেনিং ও ক্রিকেট শিক্ষা দিয়ে ভাল কোচ তৈরি করবো। সেই কোচরা ভাল ক্রিকেটার তৈরি করবে। দলে খেলোয়াড় বাছাইয়ের একটি নিয়ম থাকবে, সেই নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা দলে চান্স পাবে।
রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে বিসিবি বস বলেন, রংপুরে আন্তর্জাতিক স্টেডিয়াম হওয়া উচিত। তবে এটি বাস্তবায়নে বোর্ডের সিদ্ধান্তে হবে না, এটি সরকারের সিদ্ধান্ত প্রয়োজন। তবে এটি হওয়া উচিত। রংপুরে টি-টুয়েন্টি, ওডিআই, টেস্ট ক্রিকেটসহ সব ফরম্যাটে চ্যাম্পিয়ন হচ্ছে। এখানে হাজার হাজার মেধাবী রয়েছে। কিন্তু তাদের আমরা কতটুকু বিকশিত করতে পারছি জানি না। তবে ক্রিকেটের উন্নয়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হোসাইন সামি’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির হোসেন, সাজেদুল ইসলামসহ অন্যরা। এরপর বিসিবি সভাপতি ক্ষুদে ছেলে ও মেয়েদের ক্রিকেট খেলার উদ্বোধন করেন। টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট উৎসবে ক্রিকেট ম্যাচ, বোলারদের গতি পরীক্ষা, ক্রিকেট মেন্টরিং, কমেন্ট্রি স্কিল,হিট দ্যা স্টাম্প, আর্ট কম্পিটিশনসহ নানা কর্মসূচী পালিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।