প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টটিতে খেলতে দেশ ছাড়ার আগে নিজের অনুভূতির কথা জানিয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
শনিবার (১৬ নভেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।’
টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী রংপুরের অধিনায়ক। তিনি আরও বলেন, ‘একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে’
টুর্নামেন্টে রংপুর পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা। আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।