গ্রুপ পর্ব শেষ হওয়ার পর বিরতি পড়েছিল ফেডারেশন কাপ ফুটবলের। মধ্যবর্তী দলবদল ও জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ম্যাচের কারণে লিগের পাশাপাশি বন্ধ ছিল ফেডারেশন কাপও। লম্বা বিরতি কাটিয়ে মঙ্গলবার মাঠে ফিরছে মৌসুমের দ্বিতীয় এ টুর্নামেন্ট।
কোয়ার্টার ফাইনালে টিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, রানার্সআপ আবাহনী, সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস, রহমতগঞ্জ, ফর্টিস এফসি ও পুলিশ ফুটবল ক্লাব।
প্রতি মঙ্গলবার একটি করে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামীকাল প্রথম কোয়ার্টারে মুখোমুখি হবে মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্র। গোপালগঞ্জে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ১৬ এপ্রিল বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ২৩ এপ্রিল শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ এবং শেষ কোয়ার্টার ফাইনাল ৩০ এপ্রিল আবাহনী ও ফর্টিস এফসির মধ্যে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।