দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে ১০ উইকেটে বিধ্বস্ত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। এটি পাকিস্তানের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এবারের আসরটি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। রাজনৈতিক টানা পোড়েনের কারণে বিশ্বকাপ থেকে আগের তিন আসরের চ্যাম্পিয়ন ভারত নাম প্রত্যাহার করে নেয়। এছাড়াও আসেনি আরও তিনটি দেশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মুলতানে হওয়া ম্যাচটিতে বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে আরিফ সর্বোচ্চ ৫৪ রান করেন। জবাবে পাকিস্তান ১০ উইকেট ও ৫৮ বল হাতে রেখেই জয় তুলে নেয়। দলটির হয়ে নিসার ৭২ ও তানজিল ৪৭ রানে অপরাজিত থাকেন।
১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার নিসার ও তানজিল বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরাতে থাকেন। শেষ পর্যন্ত এ দু’জন দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এর আগে বাংলাদেশ ব্যাট করতে নেমে আরিফের ৫৪, সালমানের ৩১ ও আশিকুরের ২২ রানে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে।
বাংলাদেশ সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে পাকিস্তান নেপালকে সেমিফাইনালে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে উঠে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।