চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ঢাকা পর্ব শেষে গিয়েছিলেন দুবাই। সেখান থেকে সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। তবে, দুবাই যাওয়া মালিক আর ফিরছেন না বিপিএলে। তার বদলি হিসেবে আরেক পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
এক বিবৃতিতে ফরচুন বরিশাল জানায়, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন। ’ বরিশাল সূত্রে জানা গেছে, মালিকের বদলি হিসেবে বরিশালে যোগ দিতে পারেন পাকিস্তানের আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।
দুবাইয়ে ছুটি কাটাতে যাওয়ার আগে বিপিএলে সুযোগ দেওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে শোয়েব মালিক বলেন, ‘আমি এখানে সুযোগ পাওয়ার পর প্রতিটি রানই আমার জন্য স্মরণীয়। আমাকে সুযোগ দেওয়ায় কোচিং স্টাফ ও সতীর্থদের ধন্যবাদ। আমি যেহেতু এখনও ক্রিকেট খেলছি, সেজন্য এখনও আমার ওপর মানুষের চোখ আছে। ’
বিপিএলের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সর্বসাকুল্যে ২৯ রান করেছেন মালিক। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।