ঢাকাMonday , 2 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুই সিরিজ হেরে দেশে ফিরল লিটন-শান্তরা

BDKL DESK
June 2, 2025 10:49 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দলের একাংশ। পাকিস্তানের লাহোর থেকে দুবাই হয়ে সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা।
এক ঝাঁক তরুণ প্রতিভাবান ক্রিকেটার এবং নতুন নেতৃত্বের হাত ধরে দারুণ কিছুর আশা করেছিল বাংলাদেশ ক্রিকেট ভক্ত এবং সংশ্লিষ্টরা। তবে সাদা বলের ক্রিকেটে প্রথম অ্যাসাইনমেন্টে তরুণরা শুধু ব্যর্থই হননি, গড়েছেন লজ্জার ইতিহাসও। সংযুক্ত আরব আমিরাতের কাছে এর আগে কোনো ফরম্যাটে হারের মুখ না দেখা টাইগাররা এবার তাদের বিপক্ষে সিরিজ হেরেছে। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দল বাজেভাবে ধবলধোলাই হয়েছে। টানা দুই সিরিজ হারের সেই গ্লানি নিয়ে আজ দেশে ফিরেছে দল।

কুটনৈতিক জটিলতা এবং নিরাপত্তার কারণে পাকিস্তানে যাওয়ার সময় কয়েকটি ধাপে গিয়েছিল বাংলাদেশ দল। আসার সময় টাইগাররা আসছে দুই ধাপে। বিকেল সাড়ে ৬টায় প্রথম ধাপে দেশে এসেছেন অধিনায়ক লিটন দাস, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারীসহ বেশ কয়েকজন। আরেক ধাপে বাকি ক্রিকেটারদের দেশে ফেরার কথা আছে রাত সাড়ে এগারোটায়।

সাধারণত, বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলে সমর্থকদের পাশাপাশি প্রবল আগ্রহ দেখা যায় গণমাধ্যমের মধ্যে। তবে টাইগারদের পাকিস্তান থেকে ফেরত আসার খবরে সমর্থক তো দূরের কথা, গণমাধ্যমের মধ্যেও খুব একটা আগ্রহ লক্ষ্য করা যায়নি। হাতেগোনা কয়েকটি গণমাধ্যম এসেছে টাইগারদের দেশে ফেরার সংগ্রহের জন্য। গণমাধ্যমকর্মীদের মতে, দলের ক্রমাগত অবনতির কারণে দেশের ক্রিকেট থেকে মুখ সরিয়ে নিচ্ছে জনগণ। ফলে গণমাধ্যমেরও আগ্রহ কমতে শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।