ঢাকাWednesday , 11 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুই ম্যাচে ১৯ ওভারে ১৮৫ রান দিলেন পাথিরানা

Sahab Uddin
October 11, 2023 12:16 am
Link Copied!

সমর্থকরা হাসিঠাট্টা করে বলতেই পারেন আরেকটুর জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেন পাথিরানা। অবশ্য সেটি ব্যাটিংয়ে নয়। ব্যাটসম্যানদের রান দেওয়ার ক্ষেত্রে যেন একটু বেশিই উদার এ শ্রীলঙ্কান পেস বোলার। বিশ্বকাপে দুই ম্যাচ খেলেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে ভবিষ্যৎ মালিঙ্গাখ্যাত মাথিসা পাথিরানার। দুই ম্যাচে ১৯ ওভার বল করে দিয়েছেন ১৮৫ রান। আর ১৫ রান খরচ করলেই ২০০ রানের কোটা পূরণ করতেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে দেন ৯৫ রান। উইকেট নিতে পেরেছেন মাত্র ১টি। মারকরাম, ভ্যান ডার ডুসেন, ডি ককরা তাকে বেধম মার মারে। সেই ম্যাচে ১০টি চার ও ২টি ছক্কার মার খান তিনি।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও বেশ খরুচে এ পেসার। ৯ ওভারে ৯০ রান দেন তিনি। এ ম্যাচেও তার বলে ৮টি চার ও একটি ছক্কা হাঁকান পাকিস্তানি ব্যাটসম্যানরা।

পাথিরানার বর্তমান ফর্মটাও যাচ্ছেতাই। শেষ পাঁচ ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান, পাকিস্তানের বিপক্ষে ৮ ওভারে ৬৫ রান, ভারতের বিপক্ষে ২ ওভারে ২১ রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ অভারে ৯৫ রান ও সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ৯০ রান দিয়েছেন তিনি।

তাছাড়া সর্বশেষ ১২ ম্যাচের ১০টিতেই তিনি ওভারপ্রতি ৬ এর বেশি রান দিয়েছেন। ওয়ানডে ইতিহাসে ১০ উইকেট পাওয়া বোলারদের ভেতর সবচেয়ে বেশি ওভারপ্রতি রান (৭ এর বেশি রান) দেওয়ার রেকর্ডও তার দখলে।

পাথিরানার বোলিংয়ের আরও সমস্যা হচ্ছে তিনি অনেক অতিরিক্ত রান দেন প্রতি ম্যাচে। এখন পর্যন্ত তার ওয়ানডে ক্যারিয়ারে তিনি ওভারপ্রতি ১ দশমিক ২৬ রান করে অতিরিক্ত দিয়েছেন। ওয়ানডে বোলিং ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০০ এর বেশি অতিরিক্ত দেওয়া হয়ে গেছে পাথিরানার।
নিশ্চিত করেই বলা যায় তার বাজে বোলিংয়ের কারণে বেশ ভালোভাবেই ভুগতে হচ্ছে শ্রীলঙ্কাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।