ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের সামনে দুটো কেকর্ডের হাতছানি। সিরিজের তিন ম্যাচে বল হাতেআর মাত্র ৬ উইকেট পেলেই প্রথম বাংলাদেশী হিসেবে তিনশ’ উইকেট ক্লাবের সদস্য হবেন। আর ব্যাটিংয়ে ১৬৫ রান করলেই ৭ হাজার রান যোগ হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নামের পাশে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আজ দুপুর ১২টায়।
ঘরের মাঠে টানা সাতটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ। ঐ চ্যালেঞ্জের সিরিজে ব্যাটে-বলে বাংলাদেশ দলের প্রধান ভরসা সাকিব আল হাসান।
কিন্তু ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া সিরিজে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি সাকিব। তিন ম্যাচে তাররান ২৯, ৮ এবং ৪৩। তবে বল হাতে ছিলেন দুর্দান্ত। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছিলেন। পরের দুই ম্যাচে নিয়েছিলেন দুটি করে উইকেট।
এবার ব্যাটে-বলে ইংল্যান্ডের বিপক্ষে দুই কীর্তির সামনে সাকিব আল হাসান। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৯৪ উইকেট শিকারি তিনি। আগেই ছাড়িয়ে গেছেন মাশরাফির ২৬৯ উইকেট। আর ছয় উইকেট পেলে এই অলরাউন্ডার হবেন দেশের হয়ে প্রথম তিনশ’ উইকেট শিকারি বোলার।
এ ছাড়া সিরিজে ব্যাট হাতে আর ১৬৫ রান করলেই সাত হাজারের ক্লাবে ঢুকবেন সাকিব। মুশফিকের সামনেও সাত হাজার রানকরার সুযোগ আছে। এই মাইলফলক স্পর্শ করতে তার দরকার ১৮৯ রান। ওয়ানডেতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮ হাজার ৭৪ রান তামিম ইকবালের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।