দুর্নীতির দায়ে সব ধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন। তবে তিনি দুই বছরের শাস্তি পেলেও সেখান থেকে ৬ মাসের সাজা স্থগিত করেছে আইসিসি। তাতে দেড় বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হবে নাসিরকে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাসিরের শাস্তির বিষয়টি নিশ্চিত করে আইসিসি। ২০২৫ সালের ৭ এপ্রিলে তার দেড় বছরের নিষেধাজ্ঞা শেষ হবে। পরবর্তী ৬ মাসও তিনি শাস্তির আওতায় থাকবেন। তবে সে সময়ে তিনি আইসিসির দেয়া শর্ত পূরণ করে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের উপহার নেয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন। জানা গেছে, তিনি আইফোন-১২ মডেলের একটি মোবাইল ফোন উপহার নিয়েছিলেন।
এ ঘটনায় আইসিসির ২.৪.৪ ধারা লঙ্ঘনের ঘটনা ঘটে। যেখানে বলা হয়েছে, তিনি নতুন আইফোন নেয়ার মাধ্যমে দুর্নীতিবাজ আচরণে জড়িত হয়েছেন। আর এটি করেও তিনি দুর্নীতি বিরোধী মনোনীত অফিসিয়ালের কাছে গোপন করেছেন।
এরপরে নাসিরের বিরুদ্ধে ২.৪.৬ ধারা অমান্য করার বিষয়ে বলা হয়েছে, দুর্নীতিমূলক আচরণের বিষয়ে মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করেননি তিনি। তাকে যে সমস্ত প্রমাণাদি সরবাহ করার বিষয়ে বলা হয়েছিল, তিনি সেগুলো উপেক্ষা করেছেন। এটিও এক ধরণের অপরাধ।
২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১৫ ম্যাচ খেলেছেন নাসির হোসেন। যেখানে তিনি ২ হাজার ৬৯৫ রান করেছেন এবং বল হাতে তুলে নিয়েছেন ৩৯ উইকেট। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার পরে ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া কিছুদিন পরে শুরু হওয়া বিপিএলের ড্রাফটেও তার নাম রাখা হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।