ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ে আসর শুরু করলেও পরের ৬ ম্যাচে হেরেছে হাথুরুসিংহের দল। এমন পরিস্থিতিতে নিজেদের অষ্টম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ দল। বুধবারই ভারতের এই শহরটিতে পা রেখেছে সাকিবরা। তবে এখন পর্যন্ত অনুশীলন সেখানে অনুশীলন করতে পারেনি ক্রিকেটাররা।
আজ সন্ধ্যা নাগাদ মাঠে নামার কথা ছিল টাইগারদের। তবে দুপুর নাগাদ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায় বাংলাদেশের অনুশীলন বাতিল করা হয়েছে। তবে নিদিষ্ট কারণ তখনও জানানো হয়নি। পরে বলা হয় দিল্লির ভয়াবহ বায়ুদূষণের কারণে খেলোয়াড়দের অনুশীলন পণ্ড হয়েছে।
দিল্লির বাতাসে বায়ুর মান খারাপ থাকায় দুদিনের জন্য প্রাথমিক স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির এয়ার কোয়ালিটি এনডেক্স (একিউআই) ছিল ৮৯০। এই মাত্রা ২০০ থেকে ৩০০ থাকলেই বলা হয় অস্বাস্থ্যকর। ৮৯০ থাকার মানে হচ্ছে সেটা খুবই বিপজ্জনক পর্যায়ের।
অনুশীলন বাতিল হওয়া প্রসঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, আজকে ট্রেনিং সেশন ছিল আমাদের। গতকাল থেকে আজকের আবহাওয়া বেশি খারাপ হওয়াতে আমরা অনুশীলনের সুযোগটি নেইনি। গতকালের আবহাওয়ার কারণে অনেকেরই কাশি হচ্ছে। এজন্য রিক্স ফ্যাক্টর তো থাকছেই। শরীর যেন আবার খারাপ না হয়ে যায় তাই আমরা আজকের ট্রেনিং বাদ দিয়েছি।’
এমতাবস্থায় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট কোনো সিদ্ধান্ত নেবে কিনা প্রশ্নে সুজন বলেন, ‘এখনো জানিনা, সিদ্ধান্ত কি আসবে। যদি সিদ্ধান্ত আসে তাহলে খুব ভালো। নাহলে এটার সাথেই মানিয়ে নিতে হবে, আগামীকালের ট্রেনিং তো করতেই হবে। কিন্তু চাচ্ছিনা ছেলেদের কোনো সমস্যা হোক। কারণ ৬ তারিখ খেলা এখনো দুইদিন আছে অনুশীলনের। চাই যে ছেলেরা পুরোপুরি ফিট থাকুক। পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।