গ্র্যান্ডমাস্টার দাবাড়ু জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর গভীর সংকটে পড়েছিল তার পরিবার। একমাত্র ছেলে তাহসিনকে নিয়ে চ্যালেঞ্জে পড়েছিলেন জিয়ার স্ত্রী লাবণ্য। জিয়ার পরিবারের এমন সংকটের সময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জিয়ার স্ত্রী ও সন্তানকে তামিম ডেকে নিয়েছিলেন মিরপুর হোম অব ক্রিকেটে। সেখানে জিয়ার পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছেন তামিম। জিয়ার স্ত্রী ও তার ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপও করেছেন দেশসেরা এই ওপেনার।
জিয়ার স্ত্রী বলেন, ‘তামিম আমাকে বলল যে কোনো সমস্যায় যেন উনার সাথে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না।’
তামিমকে নিয়ে জিয়ার স্ত্রী বলেন, ‘উনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা এবং খেলাটা একসাথে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ আমার খুবই ভালো লেগেছে।’
জিয়ার ছেলে তাহসিন একজন ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। এদিকে তামিমের পাশাপাশি বিসিবিও জিয়ার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।