ঢাকাSaturday , 26 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দশ জনের মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী

BDKL DESK
April 26, 2025 10:06 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কুমিল্লায় দুই ঐতিহ্যবাহী দল আবাহনী-মোহামেডানের লড়াই ড্র হয়েছে। গোল ছাড়া এই ম্যাচে দর্শকরা সবই দেখেছেন। লাল কার্ড, স্মোক ফ্লেয়ার ছুড়ে খেলা স্থগিতের ঘটনাও ঘটেছে। গোলের খেলা ফুটবলে শুধু গোলই হয়নি।

ম্যাচের ৪১ মিনিটে দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। আবাহনী অর্ধ থেকে মোহামেডানের দিকে বল নিয়ে আসার সময় মোহামেডানের ডিফেন্ডার মাহবুব আলম ফাউল করেন। রেফারি সায়মন সানি খুব কাছ থেকে ঘটনা দেখে সরাসরি লাল কার্ড দেখান। মোহামেডানের ফুটবলার ও কর্মকর্তারা এতে তেমন প্রতিক্রিয়া দেখাননি।

তবে কুমিল্লার মাঠে উপস্থিত সমর্থকরা বেশ উত্তেজিত হন। তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। কিছুক্ষণ পর মাঠে স্মোক ফ্লেয়ার দেখা যায়। সেই ধোঁয়ায় খেলা মিনিট তিন-চারেকের মতো স্থগিত থাকে। এতে প্রথমার্ধের ইনজুরি সময় ৫ দেখান রেফারি। সেই ইনজুরি সময় সমর্থকরা আবার উত্তেজিত হয়ে পড়েন। তখন মোহামেডানের খেলোয়াড় ও কর্মকর্তারা গিয়ে শান্ত করার চেষ্টা করেন। পুলিশও সঙ্গে ছিলেন।

দ্বিতীয়ার্ধে মোহামেডান দশ জন নিয়েও যথেষ্ট লড়াই করেছে। অধিনায়ক সুলেমান দিয়াবাতে ও উজবেক মিডফিল্ডার মোজাফফরভ মাঝে মধ্যে শট নিয়ে আবাহনীকে পরীক্ষায় ফেলেছেন। তবে ম্যাচের সহজ সুযোগ মিস করেছে আবাহনী। মোহামেডানের গোলরক্ষক হোসেন সুজন অসাধারণ দক্ষতায় দু’টি গোল সেভ করেছেন দ্বিতীয়ার্ধে।

৮০ মিনিটের পর আবাহনী টানা চারটি কর্ণার আদায় করে। ঐ সময় মোহামেডানের রক্ষণভাগ ও গোলরক্ষকের উপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিল। সেই ঝড় সামলে উঠার পর মোহামেডান এক জন খেলোয়াড় কম নিয়ে এক পয়েন্টের দিকেই মনোযোগ দেয়। লিগে আজই মোহামেডান প্রথম ড্র করেছে।

১২ ম্যাচ শেষে মোহামেডান ৩১ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে। সমান সংখ্যক ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৭। আজ আবাহনী মোহামডোনকে হারাতে পারলে ব্যবধান থাকত এক। অন্য দিকে মোহামেডান জিতলে আবাহনী সাত পয়েন্ট পিছিয়ে পড়ত। ফলে সাদা-কালোদের লিগ শিরোপা তখন শুধু সময়ের অপেক্ষা ছিল।

আজ দশ জন নিয়ে এক পয়েন্ট পাওয়ায় মোহামেডানের খুব ক্ষতি হয়নি কারণ আবাহনীর সঙ্গে ব্যবধান আগের মতোই রয়েছে। আবাহনীর সঙ্গে এই ব্যবধান বজায় থাকলে মোহামেডান পরের ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতলেই চ্যাম্পিয়ন হবে।

আবাহনী-মোহামেডানের মতো মুন্সিগঞ্জে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। দুই দলই সমান ১২ ম্যাচে পয়েন্ট যথাক্রমে ২১ ও ১৯। দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। ম্যাচের ১৩ মিনিটে জাকারিয়া ও ৭৬ মিনিটে এমফোন সানডে গোল করেন। এতে ব্রাদার্স ১৮ পয়েন্টে ষষ্ঠ আর চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্টে সবার তলানিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।