ঢাকাWednesday , 18 October 2023
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

দল নির্বাচনের সময় প্রস্তুত ছিলেন না তামিম, বললেন হাথুরু

Sahab Uddin
October 18, 2023 10:23 pm
Link Copied!

সংবাদ সম্মেলনে হুট করেই চলে এলো তামিম ইকবাল প্রসঙ্গ। প্রায় এক দশক আগে আইপিএলে তিনি ডাক পেয়েছিলেন পুনে ওয়ারিয়র্সে। ওই শহরে এবার বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে তামিম নেতৃত্ব দিতে পারতেন এই ম্যাচে। কিন্তু সবকিছু উল্টেপাল্টে যায় শেষ মুহূর্তে এসে। এশিয়া কাপের আগে নেতৃত্ব ছাড়েন তামিম।

পরে ইনজুরির ‘অজুহাতে’ তামিমের জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। এ নিয়ে নাটকীয়তাও হয়েছে বেশ। এমনিতে ভারতের বিপক্ষে রেকর্ডটাও মন্দ না তামিমের। ১৯ ম্যাচে ৭ হাফ সেঞ্চুরিতে ৫৯৬ রান তার। এ ম্যাচের আগে তামিমের প্রসঙ্গটা আনলেন স্থানীয় এক সাংবাদিক, তামিমকে কি বিশ্বকাপে মিস করছেন?

জবাবে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘সে (তামিম) এখানে নেই। এ কারণে আমি বলতে পারছি না তাকে মিস করছি নাকি করছি না। দুর্ভাগ্যজনকভাবে সে প্রস্তুত ছিল না যখন আমরা দল নির্বাচন করি। ’

‘অবশ্যই খেলোয়াড় হিসেবে তার রেকর্ড খুব ভালো। তবে একই কথা বলবো এই মুহূর্তে আমি বলতে পারছি না তাকে মিস করছি নাকি করছি না। আমাদের সঙ্গে যারা আছে তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং বিশ্বাস করি তারা ভালো করবে। ’

বছরখানেক আগেও দলকে দেখে মনে হচ্ছিল ছন্দে আছে বেশ। বিশ্বকাপ নিয়েও বড় স্বপ্নের কথা বেশ জোরেসোরে শোনা যাচ্ছিল। এখন বিশ্বকাপের তিন ম্যাচের পর দলকে দেখে মনে হচ্ছে অনেকটাই ছন্নছাড়া। ব্যাটিং অর্ডার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এসব নিয়েও জানতে চাওয়া হয়েছিল হাথুরুসিংহের কাছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা সেটল নই। আমরা শুধু পারফর্ম করতে পারছি না। অবশ্যই খেলোয়াড়েরা নিজেরাও আরও ভালো করতে চাইছে। আমি আগে যেমনটা বলেছি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারছি না। ’

‘কিছু পারফরম্যান্স হয়েছে, ম্যাচ জিতেছি কিন্তু পুরোপুরি ব্যাটিং ইউনিট দিয়ে পারফর্ম করতে পারিনি। আশা করছি এই ব্যাটিংবান্ধব পিচে ভালো কিছু হবে, কমপ্লিট ব্যাটিং পারফরম্যান্স দেখতে পাবো আগামীকাল। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।