চলতি বিশ্বকাপে রীতিমত উড়ছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের শক্তিশালী দলগুলোকে রানবন্যায় ভাসিয়ে একের পর এক তুলে নিচ্ছে দাপুটে জয়। অপরদিকে টানা হারের কবলে পড়ে বাংলাদেশ দল ভুগছে হতাশায়। এরপর প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেলো টাইগাররা। মঙ্গলবার বাংলাদেশের হয়ে খেলতে পারবে না পেসার তাসকিন আহমেদ। যদিও দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
কাঁধের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন তাসকিন। পুনেতে ভারতের বিপক্ষেও চোটের কারণে খেলতে পারেননি এই টাইগার পেসার।
আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচেও ডানহাতি এই পেসারকে দলে পাবে না বাংলাদেশ।
বিশ্বকাপে আসার পর সোমবার (২৩ অক্টোবর) প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় তিনি তাসকিনের একাদশে না থাকার বিষয়টি নিশ্চিত করেন। সাথে নিজের দলে ফেরার বিষয়টি জানান দেন বাংলাদেশি ক্রিকেটভক্তদের।
তবে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচগুলোতে তাসকিনকে দলে পাওয়ার আশা প্রকাশ করেছেন সাকিব। চোট গুরুতর নয় বলে তাসকিন দ্রুতই সেরে উঠবেন বলে মনে করছেন টাইগার অধিনায়ক। প্রোটিয়াদের বিপক্ষে তাসকিনের পরিবর্তে দলে দেখা যেতে হাসান মাহমুদকে।
এর আগে ভারতের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব। তার পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে রোহিত শর্মাদের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বা-পায়ের উরুতে চোট পেয়েছিলেন টাইগার অধিনায়ক। যে কারণে বিশ্বকাপের একটি ম্যাচ মিস করে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সংবাদ সম্মেলনে নিজের ফেরার বিষয়ে সাকিব বলেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল (রোববার) যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন তাসকিন, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে কেবল দুটি উইকেট পেয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।