ওয়ানডে এবং চার দিনের টেস্ট খেলতে চলতি মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে দুদল। সিরিজকে সামনে রেখে বাংলাদেশের ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি।
এবারের সিরিজে ওয়ানডে ম্যাচের তিনটিই হবে রাজশাহীতে। প্রথম চার দিনের টেস্ট হবে চট্টগ্রামে। শেষ চার দিনের ম্যাচটি হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
৭ মে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সেদিনই ভেন্যু রাজশাহীর উদ্দেশে উড়াল দেবে দলটি। ৮ এবং ৯ মে বিশ্রামের পর ১০ এবং ১১ মে প্রস্তুতি নেবে প্রোটিয়ারা। ১২মে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ১৪ এবং ১৬ মে। ৩ দিনের বিরতির পর চট্টগ্রামে প্রথম টেস্ট ২০ মে। ২৭ মে ঢাকায় দ্বিতীয় টেস্ট।
সিরিজকে কেন্দ্র করে আজ (২মে) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে জায়গা পেয়েছেন জিশান আলম, আরিফুল ইসলাম, মাহফুজুর রফমান রাব্বি, আকবর আলী, মারুফ মৃধা এবং রিপন মণ্ডলের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের ইমার্জিং দল : জিশান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।