বিশ্বকাপের নক আউট পর্বে ‘চোকার্স’ তকমা থেকে বেরিয়ে আসতে চায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি তাই বাড়তি এক উদ্দীপনা যোগাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের। এর আগে চারবার, বিশ্বকাপের সেমিফাইনাল খেললেও কখনোই ফাইনালের টিকেট পায়নি। তার মধ্যে আবার দুইবার হেরেছে অজিদের কাছে।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা সাত ম্যাচে জিতে সেমিফাইনালে উঠে আসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর মধ্যে আবার মাত্র ৯১ রানে ৭ উইকেট হারানোর পর, ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানের অভাবনীয় ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। এই ম্যাচ জিতেই বিশ্বকাপের শেষ চারের টিকেট নিশ্চিত করে প্যাট কামিন্সের দল।
কোলকাতার ইডেন গার্ডেন্সে আজ দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনাও কথা বলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।