টেইলএন্ডার রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদের দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
রাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭তম ওভারে ২৬৩ রানে আকবর আলীকে হারায় স্থানীয়রা। এরপর তোফায়েলকে নিয়ে রাকিবুল ১৮ বলে ৩৯ রান তুলে নেন রাকিবুল। ২ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ।
১০ বলে ৩ ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন রাকিবুল। তোফায়েল ২০ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ২৪।
এর আগে ওপেনার মফিজুল ইসলাম রবিনের ৮৯ বলে ৮৭ রানের ব্যাটিং দিয়ে বাংলাদেশের ইনিংসকে গড়ে তোলেন। তাকে সহায়তা দিয়েছেন জিশান আলম ২৭ বলে ৩১ এবং আরিফুল ইসলাম ৩৬ রান করে। দলকে ১৭২ রানে রেখে ৩৪তম ওভারে আউট হন রবিন। আকবর আলী ২৪ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় করেন ৪১ রান।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল কনোর এস্টারহুইজেনের ৬৯ বলে ৭১ এবং শেষ দিকের ব্যাটসম্যান আন্দিলে সিমেলেনের ৩৯ বলে ৬১ রানে ভর করে ৮ উইকেটে করে ৩০১। বাংলাদেশের রিপন মন্ডল ৩ উইকেট নিলেও ১০ রান দিয়েছেন ৮৪। দুই স্পিনার রাকিবুল ও মাহফুজুর রাব্বি ২০ ওভার বল করে ২টি উইকেট নেন ৭২ রান দিয়ে। আহরার আমিন নেন ২ উইকেট ৫১ রান খরচায়।
দুদল আরো দুটি ওয়ানডে খেলবে ১৪ ও ১৬ মে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।