বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সোমবার (৩ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টি-টোয়েন্টিতে সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। সবশেষ ১১ ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হয়েছে ধবলধোলাই। অন্যদিকে, লঙ্কানরা টানা তিন সিরিজ জিতলেও খুব একটা ছন্দে আছে তা বলা যায় না। তাদের বিপক্ষে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই নেমেছিল বাংলাদেশ ও আফগানিস্তান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, ওটনিল বার্টম্যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।