মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক কায়লা রেনে। কিন্তু ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮২ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মাইকে ভ্যান ভুরস্ট। ভারতের হয়ে গোঙ্গাদি তৃষা ৩ উইকেট নেন, পারুনিকা সিসোদিয়া, আয়ুষী শুক্লা এবং বৈষ্ণবী শর্মা প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।
৮৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ওপেনার গোঙ্গাদি তৃষা ৩৩ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, সঙ্গী সনিকা চালকে অপরাজিত থাকেন ২৬ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র উইকেটটি নেন অধিনায়ক কায়লা রেনে।
এবার নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুবারই চ্যাম্পিয়ন হলো ভারত। ২০২৩ সালের আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা।
আগামী ২০২৭ সালে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার যৌথ আয়োজক হবে বাংলাদেশ এবং নেপাল। সেখানে ২০টি দেশ অংশ নেবে, যা প্রতিযোগিতাটিকে আরও জমজমাট করে তুলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।