ঢাকাSunday , 29 October 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

ত্রিফলার গোলে জয় লিভারপুলের

Sahab Uddin
October 29, 2023 11:53 pm
Link Copied!

লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে লিভারপুল। গোল করেছেন দলটির তিন ফরোয়ার্ড ডিয়াগো জোটা, ডারউইন নুনিয়েজ ও মোহামেদ সালাহ।

রোববার অ্যানফিল্ডে ম্যাচের ৩১ মিনিটে দলকে লিড এনে দেন পতুর্গালের রেডস তারকা জোটা। গোল ব্যবধান ২-০ করতে নুনিয়েজ নেন মাত্র চার মিনিট। ৩৫ মিনিটে গোল করেন তিনি।

পরের গোলটি এসেছে দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে। মিসরের লিভারপুল কিংবদন্তি মো. সালাহ করেন ওই গোলটি। শেষ দুই গোল সহায়তা দিয়েছেন মৌসুমের শুরুতে জার্গেন ক্লপের দলে যোগ দেওয়া হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোজলায়।

নটিংহ্যামের বিপক্ষে এই জয়ে টপ ফোরে ঢুকেছে লিভারপুল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে রেডসদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাস্টন ভিলা। ১০ রাউন্ড শেষে প্রিমিয়ার লিগে শীর্ষে আছে টটেনহ্যাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।