এখনও পূর্ণকালীন নয়। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে খণ্ডকালীন নেতৃত্বেই শান্ত যা করে দেখালেন, ভবিষ্যতের অধিনায়ক বাছতে বোধ হয় দ্বিতীয়বার ভাবতে হবে না বিসিবিকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই ‘প্রথম’-এর জন্ম দিয়েছেন শান্ত। তার হাত ধরে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ইতিহাস গড়েছে টাইগাররা।
গত মাসে (নভেম্বর) ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ছিল বাংলাদেশের। কিউইদের বিপক্ষে তাদের মাঠে টেস্ট জিতলেও হোমে এই ফরম্যাটে জয় ছিল না টাইগারদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শান্তর নেতৃত্বে কিউইদের বিপক্ষে ইতিহাসগড়া সে জয় পায় বাংলাদেশ। জেতে ১৫০ রানের বড় ব্যবধানে।
এরপর নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজ। শুরু হয় ওয়ানডে দিয়ে। প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়ে বসে টাইগাররা। তবে অর্জনের হাতছানি ছিল তারপরও। কিউইদের বিপক্ষে যে তাদের মাটিতে এর আগে কখনও ওয়ানডে ম্যাচেও জয় ছিল না বাংলাদেশের।
এবার শান্তর নেতৃত্বে সে জয় এলো এবং সেটা দাপুটে এক জয়। সিরিজের শেষ ওয়ানডেতে কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় সফরকারীরা।
সেই জয়ের আত্মবিশ্বাস তারা টেনে এনেছে টি-টোয়েন্টিতেও। এবার সেই একই ইতিহাস। কিউইদের মাটিতে কখনও টি-টোয়েন্টি জেতেনি বাংলাদেশ। শান্ত এবারও অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুদ্ধিদীপ্ত রিভিউসহ তার দারুণ নেতৃত্ব চোখে লেগে রইলো। বাংলাদেশ জিতলো ৫ উইকেটে। হলো তিন ফরম্যাটেই ইতিহাস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।