বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তাসমেরী এন্ড কোম্পানীর পৃষ্ঠপোষকতায় আগামী মঙ্গলবার থেকে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৪’।
এ উপলক্ষে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, তাসমেরী এন্ড কোম্পানীর স্বত্বাধিকারী মো: সেলিম বিন বাতেন, তাসমেরী গ্রুপ এর উপদেষ্টা (ফাইনান্স) ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাকসুদ আহমেদ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু এবং টুর্নামেন্ট কমিটির সহকারী সম্পাদক লিপি বেগম।
অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের এবারের আসরে ঢাকা মহানগরীর বালক বিভাগে ১৬টি এবং বালিকা বিভাগে ১২টি স্কুৃল হ্যান্ডবল দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর আসরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো :
গ্রপ- ক : উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়, খালেদ হায়দার মেমোরিয়াল, সানিডেইল, হীড ইন্টারন্যাশনাল স্কুল
গ্রুপ-খ : নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, মডেল একাডেমি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, আইডিয়াল স্কুল, মতিঝিল
গ্রুপ-গ : মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট গ্রেগরী হাই স্কুল, নৌবাহিনী কলেজ
গ্রুপ-ঘ : নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, স্কলাস্টিকা, উত্তরা
বালিকা বিভাগ :
গ্রুপ-ক : স্কলাস্টিকা, উত্তরা, ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল, মতিঝিল,
গ্রুপ-খ : কদমতলা পূর্ব বাসাবো স্কুল, সানিডেইল, শহীদ বীর উত্তম লে: আনোয়ার কলেজ
গ্রুপ-গ : হীড ইন্টারন্যাশনাল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়
গ্রুপ-ঘ : সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, নৌবাহিনী কলেজ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।