ঢাকাSunday , 4 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তাসকিনের চোটে সুযোগ শরিফুলের, থাকছেন শান্তও

BDKL DESK
May 4, 2025 9:31 pm
Link Copied!

চোট কাটিয়ে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত মেডিকেল ছাড়পত্র পাননি পেসার তাসকিন আহমেদ। ফলে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। তাসকিনের জায়গায় স্কোয়াডে ফিরছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

চলতি মে মাসেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর পাকিস্তানের মাটিতে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজের জন্য আজ (রোববার) বিকেলে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় থাকা নাজমুল হোসেন শান্তকে নিয়ে সমালোচনা চলছিল। শেষ ১৮ ইনিংসে নেই একটি ফিফটিও, স্ট্রাইক রেটও নিচে নেমেছে ১১০-এর কোটায়। বিশ্বকাপেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। এমন পারফরম্যান্সের পর তার দল থেকে বাদ পড়ার গুঞ্জন ছিল। তবে দুই সিরিজেই থাকছেন শান্ত।

অধিনায়কত্ব থেকেও আগেই সরে দাঁড়িয়েছিলেন শান্ত। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে তিনি অনুরোধ করেছিলেন অন্য কাউকে এই দায়িত্ব দিতে। বোর্ড সূত্রে জানা গেছে, ফিট হলে আরব আমিরাত সিরিজ থেকেই নেতৃত্বে ফিরতে পারেন লিটন কুমার দাস। তার হাতেই তুলে দেওয়া হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব। তবে কোনো কারণে লিটন না খেললে সম্ভাব্য নেতৃত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ বা তাওহীদ হৃদয়। তবে হৃদয় ফিরলে বাদ পড়বেন আফিফ হোসেন। স্পিন বিভাগে রাখা হচ্ছে মিরাজ, নাসুম, শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে। পেস আক্রমণে মুস্তাফিজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকবেন শরিফুল।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এরপর এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।

দুই সিরিজের জন্য বাংলাদেশের সম্ভাব্য টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।