ঢাকাWednesday , 30 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তামিম কবে ফিরবেন, যা বলছেন বিসিবি সভাপতি

BDKL DESK
October 30, 2024 6:45 pm
Link Copied!

দেশসেরা ওপেনার তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর আর দেশের জার্সি গায়ে জড়াননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার। ঘরোয়া লিগ খেললেও জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ কী তা নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা।

২০২৪ বিপিএলের পর থেকে গুঞ্জন উঠেছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলে ফিরতে যাচ্ছেন তামিম। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করারও কথা ছিল তামিমের। কিন্তু রাজণৈতিক পট পরিবর্তনে তার আগেই বিসিবি থেকে পদত্যাগ করেছেন পাপন। এদিকে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদও চান দেশের জার্সিতে আরও ২-৩ দিন বছর খেলুক দেশসেরা এই ওপেনার।

বেশ লম্বা সময়ের পর ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফির আগে একদিন সিরিজে মাঠে নামার আগে তামিমের ফেরা নিয়ে আবারও আলোচনায়। এই প্রসঙ্গে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ফারুক আহমেদ।

তামিম ইকবালের দলে ফেরা নিয়ে অকপট উত্তর বিসিবি সভাপতির। বলেন, তামিম ইকবাল মাঠে ফিরবেন নাকি বোর্ডে আসবেন, এই সংক্রান্ত কোনো নিউজ আমার কাছে নেই।

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব আফগান সিরজ খেলা নিয়ে বলেছেন, ‘আমি কীভাবে বলবো, বিসিবি ভালো বলতে পারবে এ ব্যাপারে।’ সাকিবের উত্তরে অনেকটাই পরিষ্কার আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি খেলতে চাইলেও ব্যাপারটা এখন আর তার হাতে নেই। মিরপুরে বুধবারের সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ব্যাপারটা… যেহেতু এখনো দল ঘোষণা হয় নাই, তার মানে সে অ্যাভেইলেবল আছে।’

আফগানিস্তানের বিপক্ষে ৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।