টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই টাইগারদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এমন সমীকরণের ম্যাচে ব্যাট হাতে লড়াই করলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুই ওপেনারের গড়ে দেয়া ভিত্তির ওপর ভর করে বড় সংগ্রহ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৯৬ রান করে সফরকারী বাংলাদেশ। বাট হাতে ৩৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন ইমন। জুনিয়র তামিমের ব্যাট থেকে আসে ৩২ বলে সমান ৩টি করে চার-ছক্কায় ৪৪ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।