ঢাকাSaturday , 5 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তামিমের বদলে নেতৃত্ব পাচ্ছেন হৃদয়

BDKL DESK
April 5, 2025 7:22 pm
Link Copied!

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তামিম ইকবাল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এই মুহূর্তে অনেকটাই সুস্থ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। বাসাতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যদিও পুরোপুরি সুস্থ হতে আরও সময়ের প্রয়োজন হবে। ক্রিকেটে আদৌ ফিরতে পারবেন কিনা কিংবা ফিরলেও সেটি কবে-সেই বিষয়ে এই মুহূর্তে কোনও তথ্য নেই। এই অবস্থায় চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বাকি ম্যাচগুলো তামিমকে ছাড়াই খেলতে হবে মোহামডোন স্পোর্টিং ক্লাবকে। তামিমের বদলে বাকি ম্যাচগুলোয় নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।

প্রায় দেড় সপ্তাহের বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ডিপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে বিরতিতে গিয়েছিল মোহামেডান। দলটিকে শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। তবে ঈদের আগে শেষ ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। এরপর দ্রুত তার অস্ত্রোপচারও করা হয়েছে। এরই মধ্যে তামিম হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলার মতো অবস্থায় নেই। ফলে বিকল্প নেতৃত্ব বেছে নিচ্ছে মোহামেডান।

দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যকে জানিয়েছেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছেন তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও সে দায়িত্ব পালন করেছে। যদিও সামনের ম্যাচগুলোতে তাওহীদ থাকবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। তবে আজকে টিম মিটিংয়ে অধিনায়ক হিসেবে তাওহীদই থাকবেন।’
এ ব্যাপারে শিপন আরও বলেছেন, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব পড়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।