ভিনদেশি খেলোয়াড়রা বরাবরই বিপিএলে পার্থক্য গড়ে দেন। যে দলে যত বেশি নামীদামি ও কার্যকর বিদেশী ক্রিকেটার থাকে, সে দলের শিরোপা জয়ের সম্ভাবনা তত বেশি। দেখা গেছে, বিশ্বমানের ক্রিকেটারদের নেওয়া দলই চ্যাম্পিয়ন হয়েছে বেশি।
মোদ্দা কথা, বিপিএলে বিদেশি ক্রিকেটাররাই চূড়ান্ত ও শেষ। তবুও স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স কাজে দেয়। স্থানীয়রা সাপোর্ট দিতে না পারলে বিদেশিরা দল টানতে পারেন না। এদিক বিব্চেনায় এবার ফরচুন বরিশালের সম্ভাবনা খুব বেশি। কারণ, এক ঝাঁক দেশি ভালো মানের পারফরমার আছে বরিশালে।
ফ্র্যাঞ্চাইজিটিতে দেশি ভালো ক্রিকেটারদের তালিকা অনেক লম্বা। কে নেই? তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন সবাই বরিশালে। তাদের সঙ্গে তিনজন ভালো মানের ক্রিকেটার যুক্ত হলেই বরিশাল হয়ে উঠতে পারে দুর্মনীয়।
বরিশালের অফস্পিনার নাইম হাসানও তাই মনে করেন। আজ শুক্রবার শেরে বাংলা একাডেমি মাঠে অনুশীলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
অনেক কথার ভিড়ে নাইম হাসান বলেন, ‘আলহামদুল্লিলাহ, আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমরা গত বছর চ্যাম্পিয়ন হয়েছি। এখন সবাই ওই চিন্তা ভাবনায় আছে। দলটাকে যত তাড়াতাড়ি গোছানো যায়। আমরা তো সবাই একসঙ্গে খেলি।’
দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার এবং টপঅর্ডার ব্যাটার তামিম ইকবালের ওপর অনেক আস্থা নাইমের।
সদ্যসমাপ্ত এনসিএল টি-টোয়েন্টি লিগে তামিমের চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেছেন নাইমও। যে কারণে তামিমের সর্বশেষ ফিটনেস, ব্যাটিং অ্যাপ্রোচ, পারফরম্যান্স সবই খুব কাছ থেকে দেখেছেন তিনি।
তাছাড়া চট্টগ্রামের ছেলে হওয়ার সুবাদে ক্যারিয়ারের শুরু থেকেই তামিমের সঙ্গে এক বিভাগেই খেলেছেন নাইম। এরপর জাতীয় দলে একই সঙ্গে টেস্ট খেলেছেন। একই টিম হোটেল, টিম বাস, অনুশীলন, ড্রেসিংরুম, ডাগআউট ও মাঠ শেয়ার করার সুযোগ হয়েছে এ অফস্পিনারের।
যে কারণে তামিম সম্পর্কে ধারণা পরিষ্কার নাইমের। এ অফস্পিনারের মূল্যায়ন, তামিম ইকবাল খুব ভালো সতীর্থ। তার সঙ্গে খেলে আনন্দ পান নাইম। তামিম দলে থাকলে অনেক সাপোর্টও পাওয়া যায় ।
নাইম বলেন, ‘ওনার (তামিম ) অধীনে খেলে অনেক মজা। উনি টিমে থাকলে সব সময় আলাদা সাপোর্ট পাওয়া যায়।’
তামিমের ব্যাটিংয়ের অবস্থা এখন কেমন? এমন প্রশ্নের জবাবে নাইম বলেন, ‘তামিম ভাই এখন বেশ ভালো অবস্থায় আছেন।’
ন্যাশনাল টি-টোয়েন্টি লিগে একই দলের পক্ষে ৪ ম্যাচ খেলা তামিমকে নিয়ে নাইম হাসানের কথা, ‘তামিম ভাই তো আল্লাহ রহমতে ভালো ব্যাটিং করতেছে। এনসিএলেও দেখেন তামিম ভাই চারটা ম্যাচ খেললো। দুইটা বড় স্কোর করলো। একটায় নটআউট ছিল। উনি আল্লাহর রহমতে ভালো শেপে আছে।’
এছাড়া তরুণ মিডলঅর্ডার কাম অফস্পিনার আরিফুলকে নিয়েও উচ্চ ধারণা নাইমের। তিনি বলেন, ‘আসলে আপনার এখানে যারা আছে তারা সবাই ভালো প্লেয়ার। আরিফুল নতুন খেলতেছে বিপিএল। ইনশাল্লাহ যদি সুযোগ পায় সে সুযোগটা কাজে লাগাবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।