তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের যেকোন অর্জন বা রেকর্ডে তাদের নামটাই চলে আসে সবার আগে। ২০০৭ সালের পর থেকে দেশের ক্রিকেটকে দুজন মিলে উজাড় করে দিয়েছেন অনেককিছুই। তবে দিনে দিনে দুজনের সেই বন্ধুত্ব রঙ হারিয়েছে। সাকিব আর তামিম এখন একে অন্যের ভুল ধরতেই যেন বেশি ব্যস্ত।
তবে সেই দ্বন্দ্ব মিটে যাওয়ার একটা আভাসই যেন দেখলো দেশের ক্রিকেট ভক্তরা। বিশ্বকাপ শুরুর একদিন আগে একটি বিজ্ঞাপনে দুজনেই বলেছেন এক হওয়ার কথা। আর সেই বিজ্ঞাপনের সূত্রেই বহুদিনের পুরানো এক পাওনা মিটিয়েছেন সাকিব আল হাসান।
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ তাদের পেইজে বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় ড্রেসিংরুমে বিরোধ ভুলে আবার এক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিব-তামিম। ভিডিওতে দেখা যায়, মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস ব্যবহার করে তামিমের পাওনা ৩০ টাকা পরিশোধ করছেন সাকিব। সেইসঙ্গে ফতুল্লার ম্যাচে নিজেদের যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার স্মৃতিচারণও করেছেন দুই ক্রিকেটার।
নগদের এমন বিজ্ঞাপনের পরেও অবশ্য সহসা দেশের জার্সিতে এক হতে পারছেন না দেশের এই দুই বড় তারকা। অন্তত বিশ্বকাপে জরুরি পরিবর্তন না এলে তা হচ্ছেনা। তবে ভক্তদের আশা, বিশ্বকাপের পর সব ভুলে অন্তত এক হবেন সাকিব এবং তামিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।