ঢাকাSaturday , 12 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে গুলশানের জয়

BDKL DESK
April 12, 2025 10:37 pm
Link Copied!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) একাদশ রাউন্ডে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঝলমলে সেঞ্চুরিতে ভর করে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। শনিবার (১২ এপ্রিল) বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে তারা ৫ উইকেটে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। তবে গুলশানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৭.৩ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে ওপেনার নাঈম শেখ করেন ২৬ বলে ৩৬ রান এবং সাব্বির হোসেন করেন ১৮ বলে ২২ রান। মিডল অর্ডারে ইরফান শুক্কুর ৭৪ বলে ৪৩ রানের ইনিংস খেললেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দলটি। লোয়ার-অর্ডারে অপরাজিত ৫১ রানের কার্যকরী ইনিংস খেলেন সাজ্জাদুল হক রিপন। গুলশানের পক্ষে মেহেদী হাসান ৩টি উইকেট শিকার করেন।

২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় গুলশান ক্রিকেট ক্লাব। ওপেনার জাওয়াদ আবরার ও তামিমের উদ্বোধনী জুটিতে আসে ৭১ রান। জাওয়াদ ৩৩ রান করে ফিরে গেলেও অধিনায়ক তামিম একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন দারুণভাবে। মধ্যবর্তী সময়ে আলিফ হাসান ইমন (৯) ও নাঈম ইসলাম (৫) দ্রুত বিদায় নিলেও ছন্দ হারাননি তামিম। তিনি ১০৬ বলে ১০৫ রানের অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে গুলশানকে জয়ের পথে এগিয়ে দেন।

শেষদিকে খালিদ হাসানের ৩৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস গুলশান ক্রিকেট ক্লাবের জয়ের ভিত আরও মজবুত করে। খালিদ আউট হয়ে গেলে বাকি কাজটি সারেন সাকিব শাহরিয়ার ও অভিজ্ঞ ফরহাদ রেজা। নির্ধারিত লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৭৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই।

প্রাইম ব্যাংকের হয়ে নাঈম আহমেদ নেন সর্বোচ্চ ২টি উইকেট।

স্কোরবোর্ড
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ২০৩/১০ (৪৭.৩ ওভারে) (সাজ্জাদুল হক ৫১,ইরফান শুক্কুর ৪৩; মেহেদী হাসান ৩৫/৩,নাইম ইসলাম ৩৭/২)।
গুলশান ক্রিকেট ক্লাব : ২০৪/৫ (৩৭.১ ওভারে) (আজিজুল হক তামিম ১০৫,খালিদ হাসান ৩৮; নাইম আহমেদ ৪৫/২)।
ফল: গুলশান ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা:আজিজুল হক তামিম (গুলশান ক্রিকেট ক্লাব)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।