ঢাকাWednesday , 18 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তামিমকে মিস করছেন কি না, জানালেন হাথুরুসিংহে

Sahab Uddin
October 18, 2023 10:15 pm
Link Copied!

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। তানজিদ হাসান তামিম কোনো ম্যাচেই ভালো করতে পারেননি। লিটন দাস ইংল্যান্ডের বিপক্ষে দারুণ একটা ইনিংস খেললেও বাকি দুই ম্যাচেই ব্যর্থ। ওপেনিং জুটির ব্যর্থতা আরও প্রকট টাইগারদের ধারাবাহিক ব্যর্থতায়। যে কারণে অনেকেই ওপেনিংয়ে তামিম ইকবালের অভাব অনুভব করছেন। অনেকের মতেই তামিমকে ছাড়া বিশ্বকাপে খেলতে আসাটা টাইগারদের ভুল সিদ্ধান্ত।

পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছে বাংলাদেশ। তবে তামিমের দাবি ছিল, ফিটনেস ইস্যু নয় বরং ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের নোংরামির কারণে তিনি নিজেই বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এরপর তামিমের বিশ্বকাপ দলে না থাকার পেছনে অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাত দেখছেন। যে কারণে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানেই অন্যান্য প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে তামিম ইকবাল প্রসঙ্গও।

ভারত-বাংলাদেশ ম্যাচের আগের দিন বুধবার (১৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয়েছিল, তামিম ইকবালকে মিস করছেন কি না?

জবাবে টাইগারদের কোচ বলেন, ‘তামিম এখানে নেই, তাকে মিস করছি কি না বলা সম্ভব নয়। দুর্ভাগ্যবশত আমরা যখন দল দিয়েছি, তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। তার রেকর্ড অবশ্যই ভালো, কিন্তু এখানে যারা আছে, আমরা তাদের ওপর ভরসা রাখছি।’

তবে ব্যাটিং ব্যর্থতার জন্য তামিমের না থাকাকে কারণ মনে করছেন না হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা সেটল নই। সমস্যাটা হচ্ছে, আমরা ঠিকঠাক পারফর্ম করতে পারছি না। খেলোয়াড়রা অবশ্যই ভালো করতে চাচ্ছে। আমরা নিশ্চিতভাবে ভালো করতে চাই, কিন্তু আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করছি না।’

ভারত-বাংলাদেশ ম্যাচের আগে ভারতের সাবেকরা বাংলাদেশকে নিয়ে নানান মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। সঞ্জয় মাঞ্জরেকার, বীরেন্দর শেবাগদের মতে বাংলাদেশের ভারতকে হারানোর সামর্থ্যই নেই। কিন্তু তাদের এমন মন্তব্যের সঙ্গে একমত নন হাথুরুসিংহে। তিনি মনে করেন, টাইগাররা নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো সম্ভব।

একই সঙ্গে ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাসও দিয়ে রেখেছেন তিনি। উইকেট ও প্রতিপক্ষের কথা ভেবে একাদশে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন হাথুরুসিংহে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।