গত বছর ওয়ানডে দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ঢুকেছিলেন তানজিদ হাসান তামিম। ৫০ ওভারের ফরম্যাটে ১৫টি ম্যাচ খেলার টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে তাকে একাদশে নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৩ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোডেশীয়দের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে লিটন কুমার দাসের সঙ্গে ইনিংস ওপেন করতে দেখা যাবে তাকে। বাঁহাতি ওপেনার ১৫ ওয়ানডেতে ৯৯.৬২ স্ট্রাইকরেটে করেছেন ২৬৩ রান।
তানজিদ এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ৩৩টি। ১২১.০৯ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৮২১ রান। এই ফরম্যাটে একটি সেঞ্চুরিও রয়েছে তার। গত বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৫ বলে ১১৬ রান করেছিরেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।