বিশ্বকাপের আগে তানজিদ হাসান তামিমকে উচ্ছ্বসিত হওয়ার মতো ক্রিকেটার বলেছিলেন সাকিব আল হাসান। আগ্রাসী ব্যাটিংয়ের কারণে অনেকের পছন্দও ছিলেন এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ। ইমার্জিং এশিয়া কাপে রানও পেয়েছিলেন তিনি।
কিন্তু বিশ্ব মঞ্চে তানজিদ চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। নয় ম্যাচ খেলে মাত্র একটি ফিফটি করতে পারেন তিনি। ওই ফিফটির ইনিংসেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন। বাকি কিছু ম্যাচেও শুরু পেয়েছিলেন এই বাঁ-হাতি ওপেনার।
কিন্তু নিজে এগিয়ে যেতে পারেননি। দলকেও এগিয়ে নিতে পারেননি। বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব থাকা শ্রীধরন শ্রীরামও মনে করছেন, তানজিদ খুব প্রতিভাবান। কিন্তু টেকনিক ও মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে তার। সঙ্গে কখন আক্রমণ করতে হবে, আর কখন রক্ষণাত্মক খেলতে হবে তাও বুঝতে হবে।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীরাম বলেছেন, ‘আমি তাকে বলেছিলাম, ফিফটি পেলে সেঞ্চুরি করতে হবে। কারণ তার বেশ ভালো রান স্কোরিং অপশন আছে। বিশ্বকাপের উইকেটও ভালো ছিল। কিন্তু সে ভালো কিছু শুরু পেয়েও সুযোগ হারিয়েছে। এটাই আসলে ক্রিকেট। আশা করছি, এটা ওর জন্য বড় একটা শিক্ষা ছিল।’
ভারতীয় এই কোচ আরও বলেন, ‘সে খুব প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু তার টেকনিক ও মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। তাকে আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য খুঁজে নিতে হবে। আমার মনে হয়, আমরা তাকে আগ্রসী ক্রিকেট খেলার জন্য উৎসাহ দিতেই পারি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।