ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই নিজেদের ক্যারিয়ারে একটি মাইলফলকে পৌঁছেছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগা টেস্টের শুরুর একাদশে থাকায় দুজনই ৫০টি করে টেস্ট খেলার গৌরব অর্জন করলেন। বাংলাদেশ দলের হয়ে অভিষেকের সূচির প্রেক্ষিতে অষ্টম ও নবম ক্রিকেটার হিসেবে এই রোল অব অনারে জায়গা পেলেন যথাক্রমে তাইজুল ও মিরাজ।
অপরদিকে, দ্রুততার হিসেবে বাংলাদেশে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্ট খেলতে নেমেছেন মিরাজ। টেস্টে অর্ধশতক ম্যাচ খেলতে মিরাজের লেগেছে ৮ বছর ১ মাস তিন দিন। এই তালিকায় তাইজুল আছেন ছয় নম্বরে। তার সময় লেগেছে ১০ বছর ২ মাস ১৭ দিন।
২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষিক্ত হন মিরাজ। মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে এক হাজার রান ও ১০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের অধিনায়ক।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তাইজুলের। একই প্রতিপক্ষের বিপক্ষে ক্যারিয়ারের অর্ধশততম টেস্ট খেলতে নামলেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।