ঢাকাFriday , 27 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তাইজুলের ফাইফার, লিড দুইশো পেরিয়ে থামল শ্রীলঙ্কা

BDKL DESK
June 27, 2025 6:40 pm
Link Copied!

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থতার পর বোলিংয়েও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। গতকাল হতাশার দিন কাটানোর পর আজ সকালে নাহিদ রানা-তাইজুলের জোড়া আঘাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল সফরকারীরা।

শেষ পর্যন্ত ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেই ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে নামাতে ২১১ রান করে টার্গেট দিতে হবে বাংলাদেশের।

লঙ্কান ব্যাটারদের দাপটের মিছিলে পাঁচ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে ১৭তম বার ফাইফারের কীর্তি গড়লেন টাইগার এই স্পিনার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে ২৯০ রানে। ৮ উইকেট হাতে নিয়ে ৪৩ রানে এগিয়ে ছিল লঙ্কানরা। নিশাঙ্কা ১৪৬ রানে ও প্রবাথ জয়সুরিয়া ৫ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন দেড়শ রান তুলে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের শিকার হন নিশাঙ্কা। ১৯ চারে ২৫৪ বলে ১৫৮ রান করেন তিনি। নিশাঙ্কার পর লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে ৭ রানে থামিয়ে দেন তাইজুল।

তাইজুলের জোড়া আঘাতের পর উইকেট শিকারের তালিকায় নাম লেখান পেসার নাহিদ রানা। নাইটওয়াচম্যান জয়সুরিয়াকে ১০ রানে ফিরিয়ে দেন তিনি। ৩৩৫ রানে পঞ্চম উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। ৪৯ রান যোগ করেন দুজনে মিলে। ৩৩ রান করা কামিন্দুকে শিকার বানান স্পিনার নাইম হাসান।

মধ্যাহ্ন বিরতির পর সাফল্য পেতে সময় লাগল না সফরকারীদের। দ্বিতীয় ওভারে সোনাল দিনুশাকে বোল্ড করেন নাঈম হাসান। শ্রীলঙ্কার ইনিংসটা কতদূর যেতে পারে সেটি নির্ভর করছিল অনেকটা কুশল মেন্ডিসের ওপর। বাংলাদেশের কাজ সহজ করে দিলেন লঙ্কান এই ব্যাটার। দ্রুত দুই রান নিতে গিয়ে উল্টো উইকেট বিলিয়ে দিলেন। ৮ চার ও ২ ছক্কায় ৮৭ বলে ৮৪ রান করেন কুশল।

তিন বল পর বড় শটের খোঁজে মিড অনে সাদমান ইসলামের ধরা পড়েন আসিথা ফার্নান্দো। ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাইজুলের ফাইফারের পাশাপাশি বল হাতে উজ্জ্বল ছিলেন নাঈম হাসানও। তিন উইকেট শিকার করেছেন তিনি। এ ছাড়া নাহিদ পেয়েছেন একটি উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।