নারী লিগে এবারের আসরের শুরুটা ভালো ছিল না আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের। গত দুই আসরের রানারআপ দলটি উদ্বোধনী ম্যাচে হেরে গিয়েছিল নবাগত বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবের কাছে। শুরুর সেই ধাক্কা কাটিয়ে আর পেছনে ফিরে তাকায়নি তারা। একের পর এক ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তহুরা খাতুন আর সাগরিকাদের দল।
ফরাশগঞ্জ, ঢাকা রেঞ্জার্স আর জামালপুর কাঁচারিপাড়া একাদশের পর সোমবার সদ্যপুস্করণী যুব সংঘ ক্লাবকে হারিয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে তারা জিতেছে ৮-২ গোলে। হ্যাটট্রিক করেছেন সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় সাগরিকা। বাকি ৫ গোল করেছেন ৫ জনে। তহুরা খাতুন, শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানী, সুরমা জান্নাত ও হালিমা আক্তাররা গোল করলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান রানাসআপরা।
সদ্যপুস্করণীর টাসপিয়া আক্তার তিশা জোড়া গোল করে ব্যবধান কামিয়েছেন মাত্র। চার ম্যাচে এটি আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসির টানা চতুর্থ জয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।