নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের দারুণ সুযোগ থাকলেও ঢাকা টেস্টে পরাজয়ের কারণে সেটি আর সম্ভব হয়ে উঠেনি বাংলাদেশের জন্য। ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেয়েছে টাইগাররা।
ঢাকা টেস্টে মাঠে নামার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই নম্বর স্থানে ছিল বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় টেস্টে হেরে দুই ধাপ অবনমন হয়েছে শান্ত-মুশফিকদের। অন্যদিকে, সিরিজের শেষ টেস্ট জিতে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে সফরকারীরা।
বর্তমানে, ২ ম্যাচে এক জয়ে বাংলাদেশের নামের পাশে ১২ পয়েন্ট। টাইগারদের পয়েন্ট সংগ্রহের হার ৫০ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ৮ থেকে একলাফে ৩ নম্বরে উঠে এসেছে কিউইরা। ২ ম্যাচে তাদেরও অর্জন ১২ পয়েন্ট। একই সঙ্গে পয়েন্ট সংগ্রহের হারও ৫০ শতাংশ। তবে শতাংশ ব্যবধানে এগিয়ে থাকায় এক ধাপ ওপরে নিউজিল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচের দুইটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। তালিকার দুইয়ে রয়েছে ভারত। তিনে নিউজিল্যান্ড, চারে বাংলাদেশ ও পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম পাঁচ দলের মধ্যে একমাত্র অজিরাই সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলেছে। বাকি দলগুলো খেলেছে কেবল দুইটি করে ম্যাচ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।