ঢাকাMonday , 26 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকার বাইরে খেলতে ক্লাবগুলোর অনীহা

Sahab Uddin
August 26, 2024 10:30 pm
Link Copied!

দলবদল শেষের তিন দিন পর আজ সোমবার ফুটবল মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লিগের ৮টি ক্লাব আলোচনা সভায় বসেছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত সভায় ক্লাবগুলো কিছু বিষয়ে একমত হয়েছে। কাল মঙ্গলবার লিগ কমিটির চেয়ারম্যানের সঙ্গে তাদের দেখা করার কথা। সেখানেই সিদ্ধান্তগুলো চিঠিসহ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সভাতে ছিল না বসন্ধুরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর কোনও প্রতিনিধি।
ক্লাবগুলো চাইছে এবার প্রিমিয়ার লিগের খেলা যেন ঢাকাভিত্তিক হয়। ঢাকার বাইরে না যায়। গেলেও তা আশে-পাশের শহরে। খেলার মাঠও উপযুক্ত করার দিকে জোর দিয়েছে তারা। এক মৌসুম পর বিদেশি খেলোয়াড় কোটা যেন দুইয়ে নামানো হয় সেটার কথাও বলেছে তারা। এছাড়া লিগে অংশগ্রহণ ফি পুরোটাই দেওয়ার কথা উঠেছে।
মোহামেডান ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেছেন, ‘আটটি ক্লাবের প্রতিনিধি আজ এক সঙ্গে সভা করেছি। আমরা সবাই একমত হয়েছি ঢাকার বাইরে লিগ ম্যাচ আয়োজন না করার। গেলেও তা দিনে গিয়ে খেলে আবার ফিরে আসায় যায়- এমন ভেনুত্যে যেন দেওয়া হয়। পাশাপাশি ফেডারেশনকে বিগত মৌসুমের অংশগ্রহণ ফি দেওয়া সহ ও আসছে মৌসুমে কতো দেওয়া হবে তাও জানাতে হবে। আগামী মৌসুমে বিদেশি খেলোয়াড় কোটা কমিয়ে আনতে হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহ, রাজশাহী, মুন্সিগঞ্জ ভেন্যুতে হতো। আজ আট ক্লাবের প্রস্তাবনা ছিল বসুন্ধরা কিংসের পাশাপাশি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও ঢাকার নিকটবর্তী স্টেডিয়ামে ভেন্যু করার বিষয়ে। ক্লাবগুলোর যুক্তি, ‘বর্তমান পরিস্থিতিতে দিনে গিয়ে খেলে দিনেই ফিরতে চাই আমরা, এতে করে আবাসনেও অনেক অর্থ বাঁচবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।