ঢাকাFriday , 15 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকায় আসছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা

Sahab Uddin
November 15, 2024 10:05 pm
Link Copied!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর আগে আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে প্রদর্শিত হতে চলেছে। পাকিস্তানে ২০২৫ সালে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, তবে তার আগে ট্রফি বিভিন্ন দেশে ভ্রমণ করবে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও।
বাংলাদেশের জন্য এই প্রতিযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০১৭ সালের আসরে বাংলাদেশ টুর্নামেন্টটির সেমিফাইনালে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছিল।

১৪ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানো ট্রফিটি পরবর্তী সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রদর্শিত হবে, যার মধ্যে মুরি, হুনজা, মুজাফফরাবাদ ও স্কার্দু রয়েছে। ট্রফি কেওটুজ পাহাড়েও নিয়ে যাওয়া হবে, যা পর্যটন প্রচারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে, করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরগুলোতে এটি প্রদর্শিত হবে না, কারণ সেখানে বর্তমানে প্রতিকূল পরিবেশ বিরাজ করছে।

এদিকে আগামীকাল ১৬ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ট্রফিটি প্রদর্শন করার কথা রয়েছে। তবে ভারতের আপত্তির কারণে ইতোমধ্যে আইসিসি গিলগিট-বালতিস্তান অঞ্চলের স্কার্দু, মুউরি এবং আজাদ কাশ্মিরের মুজাফ্ফরাবাদ শহরসমূহকে ট্রফি ট্যুর থেকে বাদ দিয়েছে।

এই তিনটি শহর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে, যার কারণে ভারতীয় কর্তৃপক্ষ আপত্তি জানায়। এর পরিপ্রেক্ষিতে আইসিসি শুক্রবার এই তিনটি শহর থেকে ট্রফি ট্যুর বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এ বিষয়ে জানায়।
এদিকে ট্রফিটি আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে এবং তিন দিন অবস্থান করবে। ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ক্রিকেটপ্রেমীদের জন্য এই ট্রফি প্রদর্শন করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করছে, এই প্রদর্শনী বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হবে এবং এর মাধ্যমে আগামী চ্যাম্পিয়নস ট্রফির প্রতি দেশের উচ্ছ্বাস বৃদ্ধি পাবে।

২০১৭ সালে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ী হলেও, আট বছর পর এবার এই প্রতিযোগিতার আয়োজক হতে যাচ্ছে। তবে ভারত-পাকিস্তান কূটনৈতিক সমস্যা কারণে ভারত এখনও পাকিস্তানে খেলতে রাজি নয়, বিষয়টি নিয়ে আইসিসি আলোচনা চালাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।