গতবছর বাংলাদেশে এসেছিলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। এবার আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী আরেক সদস্য অ্যাঙ্গেল ডি মারিয়া আসছেন ঢাকায়। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে বাংলাদেশে আসছেন তিনি।
সোমবার কলকাতা থেকে চ্যানেল আই অনলাইনকে ডি মারিয়ার ঢাকায় আসার বিষয়টি জানিয়েছেন শতদ্রু। বলেছেন, ‘আগামী মে মাসের শেষ সপ্তাহ অথবা জুনের প্রথম সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ডি মারিয়ার দেড়দিনের সফরের পরিকল্পনা রয়েছে।’
এর আগে শতদ্রু দত্তের উদ্যোগে গত ৩ জুলাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন। গত ১৮ অক্টোবর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকেও ঢাকায় এনেছিলেন শতদ্রু।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।