দুইদিনের সফরে ঢাকা এসেছেন ওয়ার্ল্ড এ্যাকোয়াটিকস-এর সভাপতি ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক এ এইচ জেড হুসাইন আলমুসাললাম ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট বিনোদ কুমার তিওয়ারি।
দুপুরে ব্যক্তিগত বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এসময় বিমান বন্দরে দুই অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএ’ সদস্য ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ এসময় উপস্থিত ছিলেন।
ঢাকায় ব্যস্ত কর্মসুচিতে অংশগ্রহন শেষে আগামীকাল বিকেলে বাংলাদেশ ছেড়ে যাবেন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এই দুই শীর্ষ কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।