ঢাকাThursday , 16 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকাকে হারিয়ে দুইয়ে বরিশাল

BDKL DESK
January 16, 2025 10:28 pm
Link Copied!

ফরচুন বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ খুব বেশি কার্যকর হতে পারেনি। তানজিদ তামিমের ফিফটির পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ঢাকার ইনিংস দেড়শ রানের আগেই থেমে যায়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন তামিম ইকবাল। অধিনায়কের ফিফটির ওপর ভর করে ২৪ বল হাতে রেখেই ঢাকাকে হারায় বরিশাল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার তানজিদ তামিম। ৩৯ বলে ফিফটি পূর্ণ করার পথে তানজিদ তামিম একাই দলকে টেনে নেয়ার চেষ্টা করেন। তবে অন্য ব্যাটাররা তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন।

৪৮ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। মিডল ও লোয়ার অর্ডার থেকেও উল্লেখযোগ্য কোনো অবদান না পাওয়ায় দলটির ইনিংস ১৩৯ রানেই থেমে যায়। বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন করিম জানাত, যিনি দুটি উইকেট শিকার করেন।

১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই নাজমুল হোসেন শান্তকে হারায় ফরচুন বরিশাল। মাত্র ৩ বলে ২ রান করে আউট হন শান্ত। এরপর তামিম ইকবাল এবং ডেভিড মালান দ্বিতীয় উইকেটে ১১৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান।

তামিম ইকবাল ৪৪ বলে ফিফটি পূর্ণ করার পর ৪৮ বলে ৬১ রান করে আউট হন। অন্যদিকে মালান ৩৬ বলে অপরাজিত ৪৯ রান করেন। তাদের এই অসাধারণ জুটির কল্যাণে ১৬ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল।
এই জয়ে ফরচুন বরিশাল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দলের অধিনায়ক তামিম ইকবালের পারফরম্যান্স এবং মালানের ব্যাটিং দৃঢ়তায় বরিশাল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অন্যদিকে, ঢাকার ব্যাটিং লাইনআপের ব্যর্থতা তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।