ঢাকাThursday , 3 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ড্র করে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ, ভারত কত ধাপ পেছাল

BDKL DESK
April 3, 2025 4:20 pm
Link Copied!

হামজা চৌধুরী যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই বাংলাদেশের শক্তি বৃদ্ধি হয়েছে। তার চাক্ষুস প্রমাণ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের সঙ্গে লাল সবুজদের ড্র। সহজ ভুলগুলো না করলে হাভিয়ের কাবরেরার শিষ্যরা জিততেও পারত।
ওই ড্রই বাংলাদেশকে ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দিয়েছে। ১৮৫ থেকে এখন ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ৫.৩৫ পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬।

প্রশ্ন হলো, তুলনামূলকভাবে শক্তিশালী ভারত ড্র করে কত ধাপ পেছাল? বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে র‌্যাঙ্কিংয়ে ১২৬ নম্বরে ছিল সুনীল ছেত্রী বাহিনী। তাদের এক ধাপ অবনতি হয়েছে। ১২৭ নম্বরে নামা ভারতের পয়েন্ট কমেছে -১.৫৯।

হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দলের সব দলই শীর্ষ দশেই আছে, কেবল স্পেন (২) ও নেদারল্যান্ডসের (৬) একধাপ করে উন্নতি ও ফ্রান্স (৩) পর্তুগালের (৭) একধাপ করে অবনতি হয়েছে। ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে যথারীতি সবার শীর্ষে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সঙ্গে হারা ব্রাজিল আছে ৫ নম্বরে। ইংল্যান্ড ৪, বেলজিয়াম ৮, ইতালি ৯ ও জার্মানি আছে ১০ নম্বরে।

এবার সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ৭ ধাপ উন্নতি করেছে তারা। সবচেয়ে বেশি অবনতি হয়েছে গিনি বিসাউয়ের। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে সিয়েরা লিওন ও বুরকিনা ফাসোর সঙ্গে হেরেছে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।