এশিয়ান গেমসের পর লেবাননের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। অক্টোবরের শেষ সপ্তাহে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল লেবাননে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার কারণে ম্যাচ দুটি বাতিল করতে হয়েছে বাফুফেকে। তাই নির্ধারিত ওই ম্যাচ দুটি খেলা হয়নি সাবিনা-কৃষ্ণাদের।
তবে বাফুফে মেয়েদের জন্য দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করেছে। ডিসেম্বরে সিঙ্গাপুর নারী ফুটবল দল আসছে বাংলাদেশে। ১ ও ৪ ডিসেম্বর ম্যাচ দুটি হবে ঢাকায়। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বুধবার দুপুরে সিঙ্গাপুর নারী ফুটবল দলের ঢাকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের বিপক্ষে আগেই সাবিনাদের ম্যাচ খেলানোর উদ্যোগ নিয়েছিল বাফুফে। সে দেশে গিয়ে দুটি ম্যাচ খেলার সবকিছু ঠিকঠাক হলেও সিঙ্গাপুরের অপারগতার কারণে সফর বাতিল করতে হয়েছিল বাফুফেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।