ঢাকাWednesday , 9 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ডিপিএলে বিতর্কিত আউট, ইচ্ছাকৃতভাবে স্ট্যাম্পিংয়ের শিকার হলেন ব্যাটার!

BDKL DESK
April 9, 2025 10:13 pm
Link Copied!

৪৪তম ওভারের খেলা চলছে। লো স্কোরিং ম্যাচে শাইনপুকুরের জয়ের জন্য দরকার তখন ৬ রান, হাতে ১ উইকেট। নাঈম ইসলামের ওভারের প্রথম বলটা খেলতে বেরিয়ে এলেন মিনহাজুল আবেদিন সাব্বির। অভিজ্ঞ নাঈমও বলটা ফেললেন ব্যাটারের নাগালের বাইরে। গুলশানের উইকেটকিপার ইমন উইকেটের বেলস ভাঙলেও সময় নিলেন অনেক। ওয়াইড বলে শাইনপুকুর পেল বোনাস একটা রান। অন্যদিকে তখন গুলশান ক্লাবের খেলোয়াড়রা আবেদন করছেন স্টাম্পিংয়ের। সন্দেহ দানা বাঁধছে ততক্ষণে।
সুযোগ পেয়েও যেন পপিং ক্রিজে ব্যাট রাখলেন না সাব্বির। দেখে মনে হলো ইচ্ছাকৃতভাবে উইকেট বিসর্জন দিলেন তিনি। আজ শাইনপুকুর বনাম গুলশান ক্লাবের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। ছবি: ভিডিও থেকে
সুযোগ পেয়েও যেন পপিং ক্রিজে ব্যাট রাখলেন না সাব্বির। দেখে মনে হলো ইচ্ছাকৃতভাবে উইকেট বিসর্জন দিলেন তিনি। আজ শাইনপুকুর বনাম গুলশান ক্লাবের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। ছবি: ভিডিও থেকে

বুধবার (৯ এপ্রিল) মিরপুরে ডিপিএলের ৫৭তম ম্যাচের দৃশ্য এটি। লো স্কোরিং ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে ৪১ ওভারে ১৭৮ রানে জুটিতে গেলে জয়ের লক্ষ্যে ব্যাট করছিল শাইনপুকুর। ১৪৪ রানে নবম উইকেট হারানো দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শেষ ব্যাটার শরিফুল ইসলাম সৈকত। তার সঙ্গী উইকেটকিপার সাব্বির। দুজন ততক্ষণে জুটি গড়েছেন ২৯ রানের, যার মধ্যে ২২ রানই এসেছে শরিফুলের ব্যাট থেকে।

৪৪তম ওভারের প্রথম বলেই স্টাম্পিংয়ের শিকার হন সাব্বির। শাইনপুকুর অলআউট হয়েছে ১৭৩ রানে। গুলশান পেয়েছে ৫ রানের শ্বাসরুদ্ধকর জয়।

কিন্তু শাইনপুকুরের শেষ ব্যাটার হিসেবে সাব্বির যেভাবে আউট হয়েছেন তা হজম করা কঠিন। তার স্টাম্পিং হওয়ার ধরণ প্রশ্নবিদ্ধ হচ্ছে। বলতে গেলে ইচ্ছাকৃতভাবে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন এই ব্যাটার। ফলে অনেকেই খুঁজে পাচ্ছেন ভিন্ন কিছুর গন্ধ।
নাঈম ইসলামের ওয়াইড ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে বল মিস করেন শাইনপুকুরের উইকেটকিপার। উইকেটকিপার ইমন বল ধরে স্টাম্পিং করতে বেশ দেরি করে ফেলেছিলেন। ততক্ষণে সুযোগ পেয়েও বিস্ময়করভাবে ক্রিজে ব্যাট রাখতে ব্যর্থ হন সাব্বির। এ যেন ইচ্ছাকৃতভাবে উইকেট বিসর্জন!

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ইমন স্টাম্পের বেলস ফেলে দেয়ার আগেই ব্যাট পপিং ক্রিজের দাগের ভেতরে রাখার সুযোগ এসেছিল তার সামনে। সে চেষ্টাও করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু শেষ মুহূর্তে কী ভেবে যেন দাগের বাইরেই ব্যাট রাখলেন। মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের শরণাপন্ন হলে রিপ্লে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন সবাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।