ঢাকাSaturday , 26 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ডিপিএলে ফের হৃদয়ের শাস্তি, আবাহনীর বিপক্ষে নিষিদ্ধ

BDKL DESK
April 26, 2025 10:07 pm
Link Copied!

ডিপিএলের সুপার সিক্স পর্বে মাঠের খেলা ছাপিয়ে বড় আলোচনায় তাওহীদ হৃদয়। আবাহনীর বিপক্ষে ম্যাচে তার অসদাচরণের কারণে শাস্তি হয়েছিল। সেই শাস্তি বাতিল নিয়ে ঘটনার জল গড়িয়েছে বহুদূর। হৃদয়ের শাস্তি বাতিলের কারণে অসন্তুষ্টি প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

এই নিয়ে ক্রিকেটারদের একদফা বৈঠকও হয়েছে বিসিবি সভাপতির সঙ্গে। সেখান থেকেই সিদ্ধান্ত আসে, হৃদয়ের শাস্তি বহাল থাকছে। তবে তা কার্যকর হবে ডিপিএলের আগামী মৌসুমে।

পরিস্থিতি যখন এমন, তখন আরও একবার আম্পায়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে জাতীয় দলের এই ব্যাটারের বিপক্ষে। ডিপিএলে আজ শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। লেগ স্পিনার ওয়াসি আহমেদের বলে এদিন আউট হন হৃদয়।

ওয়াসি আহমেদের স্টাম্পের বাইরে পিচ করা বলে তাওহীদ হৃদয় ড্রাইভ করতে চাইলে বল ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভসে লেগে অন্য ফিল্ডারের হাতে চলে যায়। ফিল্ডিংয়ে থাকা গাজী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপরেই হৃদয় পিচ নিয়ে আম্পায়ারকে অসন্তোষ প্রকাশ করেন।

আর এমন ঘটনার প্রেক্ষিতেই ম্যাচের পর তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১টি ডিমেরিট পয়েন্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আর এই সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত হলো, আবাহনীর বিপক্ষে এবারের আসরে ডিপিএলের অলিখিত ফাইনালে খেলা হচ্ছে না মোহামেডান অধিনায়কের।

ঢাকা পোস্টকে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন হৃদয়। সবমিলিয়ে এবারের আসরে আট ডিমেরিট পয়েন্ট তাওহীদ হৃদয়ের। যার অর্থ, ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে। এছাড়া ম্যাচ শেষে ডিমেরিট পয়েন্ট নিয়ে শুনানিতে অংশ না নেয়ায় এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে।

হৃদয় ইস্যুতে যা বললেন আম্পায়ার্স কমিটির প্রধান : নিয়ম অনুযায়ী তাই, মঙ্গলবারের অলিখিত ফাইনালে মোহামেডানের জার্সিতে খেলা হবে না হৃদয়ের। সুপার লিগের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার মাঠে গড়াবে আবাহনী–মোহামেডান ম্যাচ। সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে ডিপিএলের এবারের আসরের শিরোপা। সেই ম্যাচে মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতে উঠবে শিরোপা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।