আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।
ডিপিএল উপলক্ষ্যে আজ ও আগামীকাল, এই দুই দিন ধরে চলবে দলবদল। এবারের আসরকে আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো।
দলবদলে বেশ ব্যস্ত সময় পার করছে লিজেন্ডস অব রূপগঞ্জও। ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে ভেড়ানো এই দলটি আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে নিয়েছে। আগামীকাল চুক্তি সম্পন্ন হবে বলেও জানা গেছে।
সাকিব ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবের খেলার কথা রয়েছে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে বেছে নিয়েছে দলটি।
এদকে সাকিব লম্বা সময় ধরেই আছেন দেশের বাইরে। তার নামে একাধিক মামলাও রয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এদিকে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য বোলিংও করতে পারছেন না তিনি। তিনি জায়গা পাননি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।