ঢাকাMonday , 30 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ট্রায়াল শেষে প্রবাসী ফুটবলাররা বললেন ‘আবার ফিরে আসবো’

BDKL DESK
June 30, 2025 10:50 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন। তিন দিনের ট্রায়ালে বিশ্বের ১৪টি দেশ থেকে আসা ৪৮ জন প্রবাসী ফুটবলার অংশ নিয়ে শেষ দিনে খেলেন প্রীতি ম্যাচ। প্রথমে জুনিয়র দল (অনূর্ধ্ব-১৯) দুই ভাগ হয়ে খেলেছেন। এরপর সিনিয়র দল খেলেছেন। প্রথম ম্যাচটিতে ২-২ গোলে ড্র হয়েছে। পরের ম্যাচে গোলশূন্য ড্র।

দুই ম্যাচের মধ্যে জুনিয়র বিভাগে সবার চোখ আটকে ছিল বিতোসোক চাকমায়। লেফট উইং দিয়ে বারবার আক্রমণে উঠেছেন তিনি। তার মামা বিকাশ বরুন দেওয়ান জাতীয় দলের সাবেক ফুটবলার।

সিনিয়র দলে খেলতে আসা সঞ্জয় করিম অবশ্য মাঝ মাঠে চেষ্টা করেছেন বেশ কয়েকবার বল নিয়ে বের হতে। বাংলাদেশে এটা তার নতুন ট্রায়াল নয়। এর আগে একবার ঢাকায় এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব পুলিশ এফসিতে ট্রায়াল দিয়েও সুযোগ পাননি। প্রশ্ন উঠছে, যেখানে ঘরোয়া ক্লাব আগ্রহ দেখায়নি সেখানে জাতীয় দলে কিভাবে সুযোগ পাবেন তিনি?

অংশগ্রহণের জন্য বাফুফে ম্যাচ শেষে ফুটবলারদের হাতে তুলে দিয়েছেন সার্টিফিকেট ও উপহারসামগ্রী। ওয়েলস থেকে এসেছেন সামির মিয়া। তিনি খুব আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘তিন দিনের ট্রায়ালের পর আমি আশাবাদী। নিজের পজিশনে খুব ভালো খেলেছি। বিশেষ করে শেষ দশ মিনিট নিজের সেরার বেশি দিয়ে খেলেছি। এখানে আসতে পেরে কৃতজ্ঞতা জানাচ্ছি বাফুফেকে।’

সুইডেন থেকে আসা অনিক রহমান বললেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এক কথায় অবিশ্বাস্য। খুব ভালো লাগছে। বিশেষ করে এটা আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশের জন্য খেলব। সেই সুযোগ করে দেওয়ার জন্য খুব সম্মানিত বোধ করছি। বাংলাদেশের হয়ে ট্রায়াল দিতে পেরেছি এবং এখানে এই মাঠে খেলতে পেরেছি। এতে আমি অনেক খুশি।’

লন্ডন থেকে আসা আশিকুর রহমান বলেন, ‘৯০ মিনিটের ম্যাচ হলে ভালো হতো। সুযোগ পাব কিনা জানি না। কিন্তু ফিরে গিয়ে আরও কঠোর পরিশ্রম করবো। সেখানে লিগে খেলবো এবং আবারও ফিরে আসবো।’

একরামুল কাসপার হক থাকেন ইংল্যান্ডে। একরামুলের খেলা দেখতে সাভার থেকে এসেছেন দাদি মিসেস রোকেয়া হক। তিনি জানালেন, ৭ বছর পর একরামুল বাংলাদেশে এসেছে। ইংল্যান্ডে স্পোর্টস সায়েন্সে স্নাতক করা একরামুলের স্বপ্ন লাল-সবুজের জার্সি গায়ে তোলা।

মাঠে একরামুলকে দেখে রোকেয়া হক রোমাঞ্চিত। নাতির খেলা ভালো লেগেছে উল্লেখ করে রোকেয়া বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। আমরা নাতি বাংলাদেশের হয়ে খেলবে, এটা ভাবতেই খুব এক্সাইটেড। এই মাঠে আমি আগেও এসেছি। কিন্তু এবার এসে বেশি ভালো লাগছে। আমার নাতি মূলত ডিফেন্ডার। ওর জায়গায় ও সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে। আমি আশাবাদী ও সুযোগ পাবে। না সুযোগ পেলেও আমার মনে দুঃখ নেই। কারণ আমার নাতি সাত বছর পর দেশে এসেছে শুধু আমাকে দেখতে।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।