শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। আগামী ২২ মার্চ সিলেটে প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল। ওই টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।
টেস্ট দলে চমক হয়ে এসেছেন তরুণ দ্রুতগতির পেসার নাহিদ রানা। বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত তিনিই সবচেয়ে দ্রুতগতির বোলার। এছাড়া ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে না থাকা লিটন দাস টেস্ট দলে ফিরেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ মার্চ চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট দল নিয়ে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, টেস্ট দলটা দারুণ ব্যালান্স। লিটন ফিরেছে। এই দলে নতুন কেবল নাহিদ রানা। মুশফিক হাসানও তরুণ পেসার। এবাদত ইনজুরিতে থাকায় এবং তাসকিন টেস্ট না খেলায় এটাই তাদের সুযোগ দেওয়ার সেরা সময়। লিটন অভিজ্ঞ ব্যাটার। আমরা তার সামর্থ্যে আস্থা রাখছি।’
বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।